ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৪:৪৭ পিএম


loading/img
ছবি: কোলাজ

আসছে ঈদে মুক্তির তালিকায় আছে আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। সিনেমাটি মুক্তি উপলক্ষে এক মিনিট আট সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (১১ মার্চ)। যেখানে এক ভিন্ন নিশোকে দেখেছে দর্শক। 

বিজ্ঞাপন

১ মিনিট ৮ সেকেন্ডের টিজারের  শুরুতেই বাবার পরামর্শ শোনায় নিশানরূপী নিশো। তাকে বলতে শোনা যায়, জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে সে। ততক্ষণে হাত বেয়ে চুইয়ে পড়ছে টাটকা রক্ত। এরপরই অবয়ব সামনে আসে নিশোর। কাঁধছোঁয়া চুল। কাঁচাপাকা দাড়ি। পোড় খাওয়া চেহারা। ভাবলেশহীন চোখ। এরপরই কয়েদির সাজে তাকে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। ভেসে আসে সেই সংলাপ, ‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!

আরও পড়ুন

Capture.JPG_3

ঠিক পরের দৃশ্যে ভয়ার্ত চেহারায় তমা মির্জার আকুতি দেখা যায়। বেদনার বিষাদ কাজলে সুনেরাহ বিনতে কামাল। একে একে মারকাটারি দৃশ্য, এক চিলতে রোমান্স আর্তচিৎকার, শহীদুজ্জামান সেলিমের ভয়ংকর উপস্থিতি। 

বিজ্ঞাপন

Capture.JPG_3৪
‘দাগি’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীনে। আফরান নিশো ও তমা মির্জা, সেলিম, ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট  লিমিটেড। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |